‘‘রাঙ্গামাটি রাজবন বিহার’’ বাংলাদেশের অন্যতম বুদ্ধ তীর্থস্থানে প্রতি বছর মার বিজয়ী উপগুপ্ত পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছরও একই নিয়মে ধর্মীয় ভাবগাম্ভিয্যের মাধ্যমে মার বিজয়ী উপগুপ্ত পূজা ২০২৫ নানান অনুষ্ঠানমালায় উদযাপন করা হবে।
সকালে বুদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, উপগুপ্ত পূজা, সীবলী পূজা, ভিক্ষুদের পিন্ডদান, সংঘদানসহ নানাবিদ অনুষ্ঠান করা হবে।মার বিজয়ী উপগুপ্ত পূজার দৃশ্য
বিকেল ৪:৩০টায় পানিতে উপগুপ্ত ভান্তের উদ্দেশ্যে চুরাশি হাজার বাতি প্রজ্জলন করা হবে। বিশ্বজুড়ে মারের বিভিন্ন উপদ্রব হতে রক্ষা পাওয়ার সমবেশ স্বরে প্রার্থনা করা হবে।
টিজারেই বোঝা গিয়েছিল শাকিব খান ও ইধিকা পালের রসায়ন জমে গেছে। আজ সন্ধ্যায় মুক্তি পাওয়া পুরো গানে সেটা আরও স্পষ্ট। ‘প্রিয়তমা’ জুটির প্রত্যাবর্তনে খুশি...
৬০ বছর পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক!
সেই খবরটি আবার জানা গেল ৬ দিন পর!
অবশ্য এমন হওয়াই তো স্বাভাবিক। কোস্টারিকার গুয়াসিমায় কোস্টারিকা-ফকল্যান্ড আইল্যান্ড ম্যাচের খোঁজখবর রাখার...