‘‘রাঙ্গামাটি রাজবন বিহার’’ বাংলাদেশের অন্যতম বুদ্ধ তীর্থস্থানে প্রতি বছর মার বিজয়ী উপগুপ্ত পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছরও একই নিয়মে ধর্মীয় ভাবগাম্ভিয্যের মাধ্যমে মার বিজয়ী উপগুপ্ত পূজা ২০২৫ নানান অনুষ্ঠানমালায় উদযাপন করা হবে।
সকালে বুদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, উপগুপ্ত পূজা, সীবলী পূজা, ভিক্ষুদের পিন্ডদান, সংঘদানসহ নানাবিদ অনুষ্ঠান করা হবে।মার বিজয়ী উপগুপ্ত পূজার দৃশ্য
বিকেল ৪:৩০টায় পানিতে উপগুপ্ত ভান্তের উদ্দেশ্যে চুরাশি হাজার বাতি প্রজ্জলন করা হবে। বিশ্বজুড়ে মারের বিভিন্ন উপদ্রব হতে রক্ষা পাওয়ার সমবেশ স্বরে প্রার্থনা করা হবে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত এবং অন্তত আহত হয়েছেন আরও ১৫ জন।
শনিবার (২৮ জুন) ভোরে এক্সপ্রেসওয়ের হাসাড়া...