দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী

0
10
দেশে ফিরেছেন হামজা চৌধুরী।

ইংলিশ ফুটবলে নিজেকে প্রমাণ করে প্রায় ১১ বছর পর লাল-সবুজের জার্সিতে খেলতে দেশে ফিরেছেন হামজা চৌধুরী।

সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১১টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বাংলাদেশি বংশোদ্ভূত এ ব্রিটিশ ফুটবলার।

এর আগে, রোববার (১৬ মার্চ) বাংলাদেশ সময় রাত ২টায় বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেটের ফ্লাইটে রওনা হন হামজা।

জানা গেছে, ফুটবলার হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে এয়ারপোর্টে বাফুফের ৭ জন নির্বাহী সদস্য রয়েছেন। তারা ইমিগ্রেশন সম্পন্ন করার পরপরই হামজাকে বরণ করে নেবেন। তাদের সঙ্গে রয়েছেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও। বরণ পর্ব শেষে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে নিজ বাড়িতে যাবেন হামজা।

পরে সেখানে নিজ পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। তার আগমনের খবরে ইতোমধ্যে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

এদিকে হামজাকে একনজর দেখার জন্য সিলেট এয়ারপোর্টের বাইরে তার সমর্থকরা ভিড় জমিয়েছেন। রয়েছেন গণমাধ্যমকর্মীরাও।

হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, হামজার জন্ম হয়েছে লন্ডনে। কিন্তু ছোটবেলা থেকে আমি তাকে মাঝেমধ্যে দেশে নিয়ে আসতাম। সে কয়েক মাস সময় এখানে থাকত। দেশের মাঠঘাট ঘুরে বেড়াত। গ্রামের ছেলেদের সঙ্গে খেলাধুলা করত। যে কারণে দেশের প্রতি তার একটা আলাদা ভালোবাসা আছে। এই ভালোবাসা থেকেই হামজা বাংলাদেশের জাতীয় দলে খেলার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, হামজা এর আগেও বাংলাদেশে এসেছেন। তবে এবারের আসাটা বিশেষ। কারণ, প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে আসছেন তিনি। স্মরণীয় এ সফরে তার সঙ্গী মা, স্ত্রী ও সন্তানেরা।

সব ঠিক থাকলে আগামীকাল ঢাকায় আসতে পারেন হামজা। এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারের।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.