নর্থ মেসিডোনিয়ার নৈশক্লাবে আগুন, নিহত ৫৯

0
8
নর্থ মেসিডোনিয়ার একটি নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড

নর্থ মেসিডোনিয়ার একটি নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। প্রাণ গেছে কমপক্ষে ৫৯ জনের। খবর গার্ডিয়ান, আল জাজিরার।

রোববার (১৬ মারচ) ভোরে লাগে আগুন। বলকান অঞ্চলের দেশটির কোকানি শহরের দ্য পালস ক্লাবে হওয়া অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছে আরও শতাধিক। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সময় ক্লাবটিতে এডিএন নামের একটি ব্যান্ড পারফর্ম করছিলো। প্রায় দেড় হাজার মানুষ কনসার্টে উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, আতশবাজির সরঞ্জাম থেকে আগুন লাগতে পারে।

এরই মাঝে এ ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে আটকও করা হয়েছে। তবে আটককৃতদের সংখ্যা ও পরিচয় প্রকাশ করা হয়নি। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.