দুবার ওভারে ছয় ছক্কা মেরে নতুন রেকর্ড পেরেরার

0
7
শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা

আবারও ৬ বলে ৬ ছক্কা মারলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা। কাল এশিয়ান লিজেন্ডস লিগের এলিমিনেটরে আফগানিস্তান পাঠানস দলের স্পিনার আয়ান খানের করা ইনিংসের শেষ ওভারে ৬টি ছক্কা মেরেছেন পেরেরা।

এর আগে ২০২১ সালে লিস্ট ‘এ’ ক্রিকেটে শ্রীলঙ্কা আর্মি স্পোর্টস ক্লাবের হয়ে ৬ বলে ৬টি ছক্কা মেরেছিলেন এই অলরাউন্ডার। প্রথম ক্রিকেটার হিসেবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দুবার ৬ বলে ৬ ছক্কা মারার রেকর্ড গড়লেন পেরেরা।

শুধু ওভারের প্রতিটি বলে ছক্কাই নয়, কাল সেঞ্চুরিও করেছেন পেরেরা। শ্রীলঙ্কা লায়ন্সের হয়ে খেলেছেন অপরাজিত ৩৬ বলে ১০৮ রানের ইনিংস। উদয়পুর মিরাজ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পেরেরা কাল ব্যাটিংয়ে নামেন ইনিংসের দশম ওভারে। ২৩ বলে যখন ফিফটির মাইলফলক ছুঁয়ে ফেলেন, তখন ইনিংসের ১৭তম ওভার চলছে।

১৯ ওভার শেষে ৭ ছক্কায় ৩০ বলে ৭২ রান নিয়ে ব্যাটিং করছিলেন শ্রীলঙ্কা লায়ন্সের অধিনায়ক পেরেরা। ইনিংসের শেষ ওভার ৬ ছক্কার সঙ্গে তিনটি ওয়াইডও দেন আয়ান। মানে এই ওভারে তিনি রান খরচ করেছেন ৩৯, যা টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। পেরেরার নৈপুণ্যে শ্রীলঙ্কা লায়ন্স তোলে ২৩০ রানের বড় সংগ্রহ।

জবাবে আফগানিস্তান পাঠানস করতে পারে ৪ উইকেটে ২০৪ রান। আফগানদের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৭০ রান করেন আসগর আফগান। এশিয়ান লিজেন্ডস লিগ টুর্নামেন্টটি স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্ট নয়। আর এমনিতেও লিজেন্ডস লিগগুলোতে খেলেন সাবেক ক্রিকেটাররা। এসব টুর্নামেন্টের মান নিয়েও প্রশ্ন আছে।

একবার করে ওভারে ৬ ছক্কা মারার কীর্তি আছে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স, ভারতের রবি শাস্ত্রী ও যুবরাজ সিং, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ইংল্যান্ডের রস হোয়াইটলি, আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই, নিউজিল্যান্ডের লিও কার্টার, নেপালের দীপেন্দ্র সিং ঐরী ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রার।

এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে কীর্তিটা শুধু চারজনের। টি-টোয়েন্টিতে যুবরাজ সিং, কাইরন পোলার্ড ও দীপেন্দ্র সিং এবং ওয়ানডেতে হার্শেল গিবসের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.