বাংলাদেশের চলমান সংস্কারে জাতিসংঘ মহাসচিবের সন্তোষ প্রকাশ

0
12
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ। একই সঙ্গে তিনি চলমান সংস্কারে সন্তোষ প্রকাশ করে বলেন, গণতন্ত্র এবং মানবাধিকারের মত চলমান সংস্কারগুলো এগিয়ে নিতে হবে।

শনিবার (১৫ মার্চ) রাজধানীতে নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।

নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শনের আগে তিনি জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.