অপু বিশ্বাসের সৌন্দর্য সবসময় আলোচনায় থেকেছে তাঁর অভিনয়শৈলীর সঙ্গে সঙ্গে। একসময় ঢালিউডে একচ্ছত্র রাজত্ব করেছেন এই সুন্দরী অভিনেত্রী। সময়ের সঙ্গে সঙ্গে কমেছে তাঁর পর্দা উপস্থিতি। তবে সম্প্রতি অপুর সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করেছেন সুপরিচিত ডিজাইনার সাফিয়া সাথীর ট্র্যাডিশনাল দুটি পোশাকে আবেদনময় দুটি ভিন্ন লুক। আর দুটি লুকেই অপুর অপূর্ব সুন্দর মেকওভারের দায়িত্বে ছিল ফেস বাই সালেহা। ফিটনেস ফেরানো অপু বিশ্বাস এই আকর্ষণীয় দুই লুকে যেন মনে করিয়ে দিলেন, তিনিই ছিলেন এক সময়ের ঢালিউড কুইন। চলুন তবে তাঁর এই নজরকাড়া লুক দুটির ঝলক দেখে নিই। লুক দুটির স্টাইলিং মাহফুজ কাদেরীর করা।
সাফিয়া সাথীর জমকালো লাল-সবুজ লেহেঙ্গা পরেছেন অপু বিশ্বাস। চোলিতে সবুজের মাঝে গর্জিয়াস জারদৌসির কাজ করা আছে। ওড়না আর লেহেঙ্গার স্কার্ট অংশটিতেও জারদৌসিসহ অত্যন্ত জাঁকজমকপূর্ণ কারুকাজ করা।
ঘেরে আছে সোনালির ছোঁয়া। ওড়নাটিও লাল-সবুজ। এতে আছে সোনালি বর্ডার।
ছোট টিকলি, নথ জমকালো চোকার, ঝুমকা, স্টেটমেন্ট আংটি আর বালা পরেছেন অপু।
সফট গ্ল্যামে সেমি ম্যাট ফিনিশ দেখা যাচ্ছে মেকওভারে। কালো টিপ, টেনে বাঁধা খোঁপা আর সেমি স্মোকি ঘন কাজলের আই লুকের সঙ্গে হালকা ব্রিক রেড সেমি ম্যাট লিপকালার নজর কাড়ছে।
সাফিয়া সাথীর কালো এথনিক ওয়্যারে মোহনীয় অপু। নিচে চওড়া পাড় আছে ঘেরে। লাল-সোনালি সরু বর্ডারের ওড়না সঙ্গে। হালকা মিরর ওয়ার্ক আছে পোশাক জুড়ে
অক্সিডাইজড মেটালের জমকালো গয়না পরেছেন অপু। আছে ঝুমকা, নথ, চুড়ি, বালা, আংটি আর দুই লেয়ারের বিশাল নেকপিস। নীলের ছোঁয়া আছে অনেকটা বানজারান ঘরানার গয়নায়।
চুলের বেণির স্টাইলেও জরির ফিতার ব্যবহার জিপসি আমেজ দিচ্ছে
ঘন কাজল, টানা আইলাইনারের সঙ্গে হালকা কমলা লিপকালার আর ছোট কালো টিপে অপরূপা লাগছেন অপু সফট গ্ল্যাম সাজে।
শেষ বলে জয়ের জন্য দরকার ৪ রান। বোলিংয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার পাকিস্তানের সাদিয়া ইকবাল। ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের জেন ম্যাগুয়ের; নিজের...
অডিশনের নাম করে হয়রানির শিকার হওয়ার কথা ভাগাভাগি করেছেন অনেক অভিনয়শিল্পী। এবার নিজের অভিজ্ঞতার কথা জানালেন ভারতের ছোট পর্দার জনপ্রিয় তারকা জেসমিন বাসিন।
‘দিল সে...
অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাসংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা প্রশ্নে রুলের ওপর শুনানি শেষ হয়েছে। রায়ের জন্য...