গ্রামীন নারীদের অধিকার সমতা ও ক্ষমতায়নের দাবী নিয়ে এবারের আন্তর্জাতিক নারী দিবসটি উদযাপিত হলো। রাঙ্গামাটি সদর উপজেলায় লুম্বিনী গ্রামে আলাম সংস্থার উদ্যোগে ও বাদাম সংস্থার সহযোগিতায় এবং এফওএন এর অর্থায়নে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।
এবারের প্রতি পাদ্য বিষয়: অধিকার, সমতা, ক্ষমতায়ন; নারী ও কন্যার উন্নয়ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী কার্বারী রেবিকা চাকমা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাঙাপানি গ্রামের নারী কার্বারী শেফালী চাকমা এবং নারী দিবসের প্রতিপাদ্য ও স্থানীয় নারীদের অধিকার সচেতনতা বিষয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন আলামের চেয়ারপার্সন নমিতা চাকমা।

লুম্বিনী নারী সমিতি সভানেত্রী শেফালি চাকমা বলেন নারীরা সব ক্ষেত্রে অধিকার হতে আমরা বঞ্চিত। তারপরও আমরা একটি পরিবারকে সমানভাবে চালিয়ে নিতে বাধ্য। সংসারে সুখের আশায় আমরা বলার থাকলেও বলতে পারি না।
নারী নেত্রী মিনতি দেওয়ান বলেন, এই দিবসে নারীরা তাদের অধিকারের কথা বলার সুযোগ পায় আর অধিকার পেতে গেলে অবশ্যই একতাবদ্ধভাবে দাবি করতে হবে সমাজের কাছে পরিবারে কাছে।

অনুষ্ঠানে অধিকার হারা একনারী তার জীবনে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা করে শুনান এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে ধারনা দেন। সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানান।
নারী কার্বারী রেবিকা চাকমা বলেন নারী ও শিশুরা কোন জায়গায় নিরাপদ নয়। আত্মীয় স্বজন ও প্রতিবেশীর দ্বারা এখন নারী ও শিশুরা দর্শনের শিকার হচ্ছে । সেকারণে একা কোথাও যাওয়া বা রেখে যাওয়া ঠিক নয়। এ সব অপরাধের খবর শুনার সাথে সাথে তার কাছে অভিযোগ দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

শহরের তুলনায় অধিকতর পিছিয়ে রয়েছে গ্রামীন নারীরা। তাদের সচেতনতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধ করা এবং নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষে আলাম দীর্ঘ সময় ধরে নারীদের নিয়ে কাজ করছে বিভিন্ন পিছিয়ে পড়া এলাকায়।
লুম্বিনী গ্রামে নারীদের সংগঠিত করতে আলাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদের জন্য একটি সমিতি প্রতিষ্ঠা করে দিয়েছে।