মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুজন দাস (৬০) নামে এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকসা গ্রামে ঘটনাটি ঘটে।
এসময় উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
ভুক্তভোগীর মায়ের অভিযোগ, শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে মাছ ধরার ডেরায় নিয়ে যায় সুজন দাস। এসময় তাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। ভুক্তভোগী মেয়েটি বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। পরবর্তীতে এলাকাবাসীকে নিয়ে পরিবারের সদস্যরা জেলেকে আটক করে। এর আগেও সে একই চেষ্টা করেছিল বলে অভিযোগ রয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।