২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের ম্যাচ খেলার গল্প শোনালেন স্ত্রী

0
11
অবসর নিলেন মুশফিকুর রহিম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনুজ্জ্বল পারফরম্যান্সের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম। তবে দেশকে তিনি দিয়েছেন অনেক কিছুই। দেশের স্বার্থে কখনও ২০টি পেইনকিলার নিয়ে খেলেছেন মুশি। অথচ অফ ফর্মের কারণে তাকে নিয়ে যে সমালোচনা হয়েছে সেই সমালোচনার কারণে কেঁদে বুক বাসিয়েছেন। এমনটি বলছেন তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি।

প্রায় ১৯ বছর জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলে গত রাতে ফেসবুক পোস্টে ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

অবসরের পরদিন ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টি ক্লাবের হয়ে খেলছেন মুশফিক। মিরপুরে যখন তিনি খেলছেন, সামাজিক মাধ্যমে তখন তার পরিশ্রম ও নিবেদনের কথা তুলে ধরেন স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ওয়ানডে থেকে অবসরের জন্য দারুণ সন্তুষ্টি নিয়ে গর্বের সঙ্গে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয়! দারুণ ওয়ানডে ক্যারিয়ার ছিল তোমার আলহামদুলিল্লাহ…। তোমাকে দেখেছি নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করতে, ভাঙা পাঁজর নিয়ে খেলতে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য একসঙ্গে ২০টি পেইনকিলার নিয়ে খেলতে!

তিনি আরও লেখেন, কখনোই নিজের জন্য খেলোনি তুমি, বরং খেলেছো দল ও দেশপ্রেমের জন্য। ওযু না করে কখনও ব্যাট ও বল স্পর্শ করতো না, এমন সৎ একজনকে নিজের পাশে পেয়ে আমি ধন্য।

মন্ডি লিখেছেন, তুমি পারিবারিক একজন মানুষ, আমাদের বাচ্চারা তোমার দারুণ পছন্দ করে। আশা করি শাহরোজ তোমার গুণ পাবে এবং তোমাকে জীবনের আদর্শ মানবে। জানি, এটা ছিল কঠিন সিদ্ধান্ত। তবে আরও উজ্জ্বল পথচলা তোমার অপেক্ষায়। আমাদের জন্য এখনও পর্যন্ত যা করেছো, আমাদের পরিবার তাতে সবটুকু তৃপ্ত এবং এটুকুই যথেষ্ট। বাকি দুনিয়া নেতিবাচক কথা বলতে থাকুক…।

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ায় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে নিয়ে অনেক সমালোচনা হয়। সেই সমালোচনা প্রসঙ্গে মুশফিকের স্ত্রী লিখেন, দুনিয়াকে আমি এটা বলব, কাউকে এতোটা সমালোচনা করবেন না যে, প্রার্থনার আসরে বসে কাঁদতে হয় আপনাদের জন্য। আমরাও মানুষ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.