অস্কারে সেরা সিনেমা হয়েছে ‘আনোরা’

0
7
পুরস্কার হাতে শন বেকার। রয়টার্স
এবারের অস্কারে ছয়টি বিভাগে মনোনয়ন পেয়ে পাঁচটিতেই পুরস্কার জিতেছে ‘আনোরা’। এর মধ্যে আছে সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা মৌলিক চিত্রনাট্যের মতো গুরুত্বপূর্ণ পুরস্কার। কিন্তু এত পুরস্কার জেতা সিনেমাটি আসলে কী আছে? এএফপি, বিবিসি অবলম্বনে সেটাই বরং জানার চেষ্টা করা যাক।
 
‘আনোরা’র উত্থান
২০২৪ সালের ২১ মে কান উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। প্রদর্শনীর পর ১০ মিনিট ধরে দর্শকের স্ট্যান্ডিং ওভেশন পায়। উৎসব শুরুর আগে সিনেমাটি নিয়ে তেমন কথা শোনা যায়নি। মাত্র ৬০ লাখ ডলারের স্বাধীন ঘরানার সিনেমাটি যে কানে স্বর্ণ পাম জিতবে, তখন কে ভেবেছিল! কিন্তু কানের সমাপনী দিনে হেভিওয়েট নির্মাতাদের সিনেমা পেছনে ফেলে সেরা ছবি হয় ‘আনোরা’।
এরপর সিনেমাটি নিয়ে সেভাবে আলাপ হয়নি। ‘আনোরা’কে নিয়ে আবার আলাপ শুরু হয় চলতি বছর, যখন একটার পর একটা পুরস্কার জিতছিল শন বেকারের সিনেমাটি। অস্কারের আগে ব্রিটিশ ইনডিপেনডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ডস, ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডস, ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডস, ইন্ডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডস, রাইটার্স গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছে ‘আনোরা’।
অস্কার হাতে মাইকি ম্যাডিসন। রয়টার্স
কী নিয়ে সিনেমা
কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিপ ড্যান্সারের প্রেমে পড়ে। দুজন বিয়ে করে, কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। এমন গল্প নিয়ে শন বেকারের সিনেমা ‘আনোরা’। গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতা সিনেমাটি আদতে নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাঁদের স্বপ্নের টানাপোড়েনের গল্প। সঙ্গে সিনেমার পরতে পরতে লুকিয়ে থাকা ডার্ক হিউমারেরও প্রশংসা করেন সমালোচকেরা।
 
অনেক দিন যৌনকর্মী ও পর্নো তারকাদের নিয়ে গবেষণা করেছেন শন বেকার। তাঁর সিনেমায় তাই বারবার উঠে আসে যৌনকর্মীদের গল্প, আর আসে অভিবাসী মানুষের কথা। এ প্রসঙ্গে গত বছর কানে পুরস্কার জেতার পর শন বলেন, ‘তাঁরা (যৌনকর্মীরা) আমাদের সবাইকে মুগ্ধ করেন।’ ২০০০ সালে ‘ফোর লেটার ওয়ার্ডস’ দিয়ে পরিচালনা শুরু করেন শন, ২৫ বছর পর এসে জিতলেন সেরা নির্মাতার অস্কার। পুরস্কার জয়ের পরে প্রেক্ষাগৃহের জন্য আরও সিনেমা নির্মাণের আহ্বান জানিয়ে শন বলেন, ‘আমরা কোথায় সিনেমার প্রেমে পড়ি? অবশ্যই প্রেক্ষাগৃহে।’ শনের হাতে পুরস্কার তুলে দেন নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো। এই কোয়েন্টিনের সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এ মাইকি ম্যাডিসনকে দেখেই আনোরা করার সিদ্ধান্ত নেন শন। তাই নির্মাতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শন বলেন, ‘কোয়েন্টিন যদি ছবিতে ম্যাডিসনকে না নিতেন তাহলে আনোরা হতো না।’
 
অস্কারের পরে ‘ভ্যানিটি ফেয়ার’-এর ডিনারে শন বেকারের সঙ্গে কথা বলেছে বিবিসি। ৫৪ বছর বয়সী নির্মাতা বলেন, পুরো বিষয়টি হজম করতে তাঁর হয়তো সারা জীবনই লেগে যাবে। সাক্ষাৎকারে সিনেমার অভিনেত্রীর ভূয়সী প্রশংসা করেন শন। তিনি বলেন, ‘তাঁর পুরস্কার জয় আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, একাডেমি যে তাঁর প্রতিভার স্বীকৃতি দিয়েছে; এ জন্য আমি খুবই খুশি।’

পুরস্কার হাতে শন বেকার। রয়টার্স
 
সাক্ষাৎকারে শন বেকার জানান, ক্যারিয়ারের শুরুর দিকে বিয়ের ভিডিও সম্পাদনা করতেন তিনি। বয়স যখন বিশের কোটায়, তখন করা সম্পাদনার অভিজ্ঞতা ‘আনোরা’র বিয়ের দৃশ্য কাজে লেগেছে। অস্কারে সেরা সম্পাদক হিসেবেও পুরস্কার জিতেছেন শন।

মাইকি ম্যাডিসন। রয়টার্স
ম্যাডিসনকে নিয়ে উচ্ছ্বাস
বয়স মোটে ২৫, এর মধ্যেই অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পেলেন মাইকি ম্যাডিসন; তা–ও আবার ডেমি মুরের মতো প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে! তাঁর জন্য এর চেয়ে ভালো শুরু আর কী হতে পারে। সিনেমায় যৌনকর্মী অ্যানির ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকেই জটিল একটি চরিত্রে পর্দায় সফল রূপায়ণ করে সমালোচকদের প্রিয়পাত্র বনে গেছেন ম্যাডিসন।
 
অ্যানির মধ্যে এক দ্বৈত সত্তা বাস করে। ক্লাবের স্ট্রিপ ড্যান্সার, পরিস্থিতি বুঝে শয্যাসঙ্গিনী, কিন্তু কেউ তাঁকে যৌনকর্মী বললে রেগে যায়। স্বপ্ন, বাস্তবতা, টানাপোড়েন, মানবিকতা আর অসহায়ত্বের মোড়কে চরিত্রটি গড়েছে নির্মাতা। অস্কার জয়ের পর ম্যাডিসন বলেন, ‘আমার স্বপ্ন সত্যি হলো। যদিও লস অ্যাঞ্জেলেসের বড় হয়েছি, তবু বরাবরই মনে হতো, হলিউড অনেক দূরের স্বপ্ন। সেখান থেকে আজ এই মঞ্চে দাঁড়ানো সত্যিই অবিশ্বাস্য।’

‘আনোরা’র দৃশ্য। আইএমডিবি
কোথায় দেখবেন
এই উপমহাদেশের দর্শকেরা সিনেমাটি দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ১৭ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে মুক্তি পাবে ‘আনোরা’।
তবে তার আগেও সিনেমাটি দেখার ব্যবস্থা আছে। অ্যামাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভি প্লাস ও জি-ফাইভ প্ল্যাটফর্মগুলো থেকে সিনেমাটি ভাড়া নিয়ে বা কিনে দেখা যাবে।

‘আনোরা’র দৃশ্য। আইএমডিবি
আরেকটি কথা উল্লেখ করা প্রয়োজন, ‘আনোরা’ কিন্তু প্রাপ্তবয়স্কদের সিনেমা। এতে বেশ কিছু অন্তরঙ্গ ও নগ্ন দৃশ্য আছে, তাই দেখার আগে বিষয়টি মাথায় রাখা জরুরি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.