চাকরি স্থায়ীকরণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের আমরণ অনশন

0
11
আউটসোর্সিং কর্মীদের আমরণ অনশন

চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন পালন করছেন আউটসোর্সিং কর্মীরা। গত ২৭ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশনের ঘোষণা দেন তারা।

গতকাল শনিবার (১ মার্চ) রাতে অনশনরতদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

তারা বলছেন, রমজানে দেশের প্রত্যেকটি মানুষ খুশি মনে মসজিদে তারাবিহ’র নামাজ আদায় করেছেন। অথচ একই সময় বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, দফতর, অধিদফতর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মীরা তারাবিহ পড়ছেন জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে।

তারা আরও জানান, সরকার তাদের দাবি না মানা পযর্ন্ত কেউ ঘরে ফিরবেন না। এখানেই রোজা ও নামাজ আদায় করবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.