মা হতে চলেছেন, জানালেন কিয়ারা নিজেই

0
9
কিয়ারা আদভানি

‘গুড নিউজ’ ছবির নায়িকা কিয়ারা আদভানি নিজেই ‘গুড নিউজ’ দিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়ারা জানালেন যে তিনি মা হতে চলেছেন। কিয়ারা আর তাঁর স্বামী সিদ্ধার্থ মালহোত্রা তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।

আজ শুক্রবার দুপুরে কিয়ারা ইনস্টাগ্রামে এক আদুরে ছবি পোস্ট করে মা হওয়ার খবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই ছবিতে দেখা গেছে, সিদ্ধার্থ আর কিয়ারা হাতের ওপর হাত রেখে ছোট্ট একজোড়া সাদা মোজা ধরে আছেন। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা উপহার, শিগগিরই আসছে’।

কিয়ারা ও সিদ্ধার্থ। ফেসবুক থেকে
কিয়ারা ও সিদ্ধার্থ। ফেসবুক থেকে

তবে এর বেশি কিছু জানাননি তিনি। অন্তঃসত্ত্বা অবস্থায় সম্প্রতি এক অনুষ্ঠানে দেখা গিয়েছিল কিয়ারাকে। সেই অনুষ্ঠানে কালো রঙের ঢিলেঢালা পোশাকে তিনি সবার নজর কেড়েছেন।

সিদ্ধার্থ মালহোত্রা নিজেও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই সুখবর সবাইকে জানিয়েছেন। কিয়ারা আর সিদ্ধার্থের পোস্টের পর নেট দুনিয়ায় সবাই তাঁদের শুভকামনা জানাচ্ছেন। ছায়াছবির দুনিয়া থেকে আলিয়া ভাট, নীতু সিং, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, একতা কাপুর, সোনাক্ষী সিনহা, ঈশান খট্টর, কৃতি খরবান্দা, রাকুল প্রীত সিং, রাশি খান্না, বিক্রান্ত ম্যাসি, শিল্পা শেঠিসহ আরও অনেকেই হবু মা–বাবাকে শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। এই তারকা দম্পতির অসংখ্য অনুরাগী সুন্দর সুন্দর মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন।

সিদ্ধার্থ আর কিয়ারা একসঙ্গে জুটি বেঁধে এসেছিলেন ‘শেরশাহ’ ছবিতে। প্রায় দু-তিন বছর চুটিয়ে প্রেম করার পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। বিয়ের দুবছর পর মা হতে চলেছেন কিয়ারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.