ডিসেম্বর সামনে রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি: আনোয়ারুল ইসলাম সরকার

0
10
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আজ রোববার দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আগামী জাতীয় নির্বাচন কবে হবে, তা এখনো সুনির্দিষ্টভাবে ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। তবে সরকারের একাধিক সূত্র জানিয়েছে, আগামী ডিসেম্বরেই নির্বাচন হবে, এটা মোটামুটি নিশ্চিত। কোনো কারণে তা সম্ভব না হলে বড়জোর মাসখানেক পেছানো হতে পারে।

গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, অল্প সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৫ সালের ডিসেম্বরে, আর আরেকটু বেশি সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। এটি উল্লেখ করে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘দুটি সময়সীমা ঘোষণা করা হয়েছে। ডিসেম্বরকে সামনে রেখেই আমরা যাতে তফসিল ঘোষণা করতে পারি, সে প্রস্তুতি আমরা নিচ্ছি।’

এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, প্রস্তাবিত আইন সংস্কারের বিষয়ে ঐকমত্যের প্রশ্ন আছে। ঐকমত্য হওয়ার পর নির্বাচন কমিশনের প্রস্তুতির জন্য সময় লাগবে। যদি আগামীকাল ঐকমত্যের ফলাফল এসে যায়, তাহলে একধরনের সময় ইসি পাবে। আর যদি একটু বিলম্ব হয়, তাহলে সময় একটু কমে আসবে। সবকিছু মিলিয়ে ইসি একটি যৌক্তিক সময়ের ভেতর তফসিল ঘোষণা করতে পারবে বলে তাঁরা আশা করছেন।

তফসিল নিয়ে কোনো ধরনের চাপ আছে কি না, এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ইসির ওপর কোনো চাপ নেই। তাঁরা চাপের কাছে নতি স্বীকার করবেন না। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান না করার কোনো সুযোগ নেই। এটি করতেই হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.