রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন না করতে পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

0
10
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

রাজনৈতিক দলের এজেন্ডা ও তাদের অন্যায্য আবদার বাস্তবায়ন না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জনগণকে প্রাপ্য সেবা দিতে হবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর সারদায় ৪০তম বিসিএস পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

নবীন সহকারী পুলিশ সুপারদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দল, মত, ধর্ম, বর্ণ ও লিঙ্গভেদে সবাইকে সমানভাবে দেখতে হবে। কোনো কায়েমি স্বার্থ যেন আপনাদের দলদাসে পরিনত করতে না পারে। পুলিশকে একটি প্রশিক্ষিত, সেবাধর্মী, যুগোপযোগী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরও বলেন, পুলিশ কোনো শক্তির প্রতীক নয়, ন্যায় প্রতিষ্ঠা ও জনগণের সুরক্ষার প্রতীক। জনগনকে আস্থা ও ভরসার প্রতীক হয়ে সেবা দান করতে হবে। কেউ যাতে সেবা নিতে এসে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় সমাজে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর হওয়ারম কথাও বলেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.