চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: বড়াইগ্রাম থানার ওসি ক্লোজড

0
15
নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে ক্লোজড

চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ব্যবস্থা নিতে অবহেলা করার কারণে নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে ক্লোজড করে পুলিশ অফিসে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বড়াইগ্রাম থানা পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহম্মদ শাহজাহান। এরপরই ওসি সিরাজুল ইসলামকে ক্লোডজ করা হয়।

ডিআইজি ড. মোহম্মদ শাহজাহান এ ব্যাপারে জানিয়েছেন, চলন্ত বাসে দুই নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়ার পর অবহেলা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না-করাসহ প্রশাসনিক কারণে ওসি সিরাজুল ইসলামকে ক্লোজড করা হয়েছে।

গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাসে তিন ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। শ্লীলতাহানি হয় দুই নারী যাত্রীর। পরে যাত্রীরা বাসটি আটকে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তা চায়। বাসচালক বাবলু, সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে আটক করে বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেয় তারা।

ঘটনাস্থল টাঙ্গাইল জেলায় হওয়ায় সেখানে মামলা করার পরমার্শ দেন ওসি সিরাজুল ইসলাম। পরে কেউ মামলা না করায় পুলিশ ৫৪ ধারায় তাদের আদালতে পাঠালে জামিনে মুক্ত হন সবাই। কিন্তু, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সময়মত অবহিত করেননি ওসি।

সবশেষ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা করেন ওমর আলী নামে এক বাসযাত্রী।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.