২ ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে

0
10
খিলগাঁওয়ে একটি স’মিলের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে

দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর খিলগাঁওয়ে একটি স’মিলের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে প্রথমে দুটি ইউনিট কাজ করলেও পরবর্তীতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট যোগ দেয়। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ ও রাবারের কাঁচামালের গোডাউন রয়েছে। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে। ভেতরে অনেক সিলিন্ডার রয়েছে। এসব বিস্ফোরণের শঙ্কা রয়েছে।

খিলগাঁও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে টুটুলের ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হয়। এই আগুন টুটুলের ওয়ার্কশপসহ মোট ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.