জার্মানির মিউনিখে একটি শ্রমিক ইউনিয়নের সমাবেশে ভিড়ের মধ্যে গাড়ি উঠে অন্তত ২৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মিউনিখের সিডলস্ট্রাসে এক হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে সমাবেশ করছিল। এ সময় একটি ‘মিনি কপার’ গাড়ি ইচ্ছাকৃতভাবে সেখানে লোকজনকে চাপা দেয়।
চালক ইচ্ছা করেই এ কাজ করেছে, নাকি ব্রেক আর অ্যাক্সিলারেটর গুলিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটেছে, পুলিশ তা খতিয়ে দেখছে বলে জানিয়েছে জার্মান দৈনিক বিল্ড।
সমাবেশের সঙ্গে এ ঘটনার কোনা যোগ আছে কিনা, কর্মকর্তারা তাও খতিয়ে দেখছেন, স্থানীয় সম্প্রচারমাধ্যম বিআর-কে এমনটাই বলেছেন পুলিশের এক মুখপাত্র।
শুক্রবার জার্মানির দক্ষিণের এই শহরেই হতে যাচ্ছে মিউনিখ নিরাপত্তা সম্মেলন, যাতে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ অনেক বিশ্বনেতারই অংশ নেয়ার কথা।