রিজওয়ান-সালমানের জোড়া শতকে প্রোটিয়া বধ, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান

0
10
রিজওয়ান-সালমানের জোড়া শতক

ত্রিদেশীয় সিরিজের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ম্যাচে জোড়া সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। শুধু ম্যাচ জয়েই নয়, পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে ৪র্থ উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন এই দুই ব্যাটার। তার দুজনে মিলে গড়েছেন ২৬০ রানের পার্টনারশিপ। ভেঙে দিয়েছেন মোহাম্মদ ইউসুফ ও শোয়েব মালিকের ২০৬ রানের জুটি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৫২ রানের লড়াকু জুটি গড়ে সফরকারীরা। জবাবে ৬ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে রিজওয়ানের দল।

৩৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৯১ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। তখনই দলের হাল ধরেন রিজওয়ান ও সালমান। চতুর্থ উইকেটে তারা গড়েন ২৬০ রানের জুটি। ম্যাচের ৪৩তম ওভারে উইয়ান মুল্ডারের বলে মিডউইকেট বাউন্ডারি দিয়ে ছক্কা হাঁকিয়ে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন রিজওয়ান। অন্যপ্রান্তে থাকা সালমান তখন রিজওয়ানের সাফল্যে উচ্ছ্বাসে ফেটে পড়েন। এর পর একই ওভারের পঞ্চম বলে এক রান নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন সালমান।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর ওয়ানডেতে এটি রিজওয়ানের প্রথম সেঞ্চুরি। অন্যদিকে, ৩১তম ওয়ানডে খেলতে নেমে প্রথম শতকের স্বাদ পেলেন সালমান।

এর আগে, ম্যাথিউ ব্রিটজকে, টেম্বা বাভুমা ও ক্লাসেনের ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান তোলে প্রোটিয়ারা। তাদের তিনজনের ব্যাট থেকে আসে যথাক্রমে ৮৩, ৮২ ও ৮৭ রান।

এই জয়ের ফলে পাকিস্তান ওয়ানডে ইতিহাসে আরেকটি রেকর্ড গড়ল। এত বড় লক্ষ্য তাড়া করে জেতার ঘটনা পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে আগে কখনো ঘটেনি।

অপরদিকে, দু’দল মিলিয়ে ৭০৭ রান ওঠে এই ম্যাচে, যা দুই ইনিংস মিলিয়ে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার কোনো ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ।

আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) একই মাঠে সিরিজের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.