বিপিএল ট্রফি নিয়ে তামিম-মুশফিকরা বরিশালে

0
9
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। গত বছর শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে বরিশাল যেতে পারেননি ক্রিকেটাররা। তাই এবার জিততে পারলে ট্রফি-ট্যুরের ঘোষণা আগেভাগেই দিয়ে রেখেছিলেন দলের অধিনায়ক তামিম ইকবাল। এবার নিজের দেওয়া সেই কথা রাখলেন তিনি।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চাটার্ড বিমানে করে বরিশালে উড়ে গেছেন দলের সব ক্রিকেটাররা। এ সময় দলের সঙ্গে কোচিং স্টাফ ও সব দেশি ক্রিকেটারকেই দেখা গেছে।

এর আগে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল জানান, আগামী রোববার (৯ ফেব্রুয়ারি) তারা ট্রফি নিয়ে বরিশালে যাবেন।

তিনি বলেন, আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।

জানা গেছে, চ্যাম্পিয়ন ট্রফিসহ বরিশালের বেলস পার্কে শিরোপা উদযাপন হবে। সেই সঙ্গে থাকছে কনসার্টের আয়োজনও।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ট্রফি জিতেছে ফরচুন বরিশাল। ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর মাত্র ৩য় দল হিসেবে বিপিএলের শিরোপা টানা দুইবার জিতেছে দক্ষিণাঞ্চলের ফ্র্যাঞ্চাইজিটি।

এবারের বিপিএলে বেশিরভাগ ম্যাচই ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া সিলেট ও চট্টগ্রামেও কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.