রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হল দুটির নাম পরিবর্তন এবং প্রতিবছর ১৬ জুলাইয়ে ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শনিবার ( ৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য কনফারেন্স রুমে অনুষ্ঠিত ১১০তম সিন্ডিকেট সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান উপাচার্য ড. এম শওকাত আলী। এর আগে, উপাচার্যের সভাপতিত্বে এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য শওকাত আলী জানান, শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে ‘বিজয় ২৪’ হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তে ‘শহীদ ফেলানী হল’ নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এছাড়াও ১৬ জুলাই ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি রাতে ওই দুটি হলের নামফলক ভেঙে দিয়ে তাতে বিজয় ২৪ হল এবং শহীদ ফেলানী হল লিখে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ওইদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নামফলক বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়ার পর প্রতিষ্ঠাকালীন নাম রংপুর বিশ্ববিদ্যালয় নামও ঘোষণা করে তারা। তবে সিন্ডিকেট সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, আবু সাঈদের ক্যাম্পাসে মুজিববাদ ও ফ্যাসিবাদের কোনো নিশানা রাখবো না। এরমধ্যেই দুটি হলের নামফলক আমরা ভেঙে দিয়েছি। প্রশাসন সিন্ডিকেট সভায় আমাদের প্রত্যাশিত নামকরণ করেছে। সেজন্য আমরা খুশি।