কুমিল্লায় বাহাউদ্দিনের বাড়িতে ভাঙচুর, আগুন

0
8
হাজী আ ক এম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক এম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে, কান্দিরপাড়ের রামঘাটলা এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করতে ভিড় করেন কিছু ছাত্র-জনতা। পরে তারা আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বাড়িতে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানিয়েছেন, রাত একটার দিকে কুমিল্লা নগরের মুন্সেফবাড়ি এলাকায় অবস্থিত বাহাউদ্দিনের বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করেন বিক্ষুব্ধরা। অনেকে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বাড়িটিতে ভাঙচুর চালান তারা। পরে পেট্রল ঢেলে বাড়ির কয়েকটি কক্ষে এবং ভবনের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও ওই বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছিল।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়। বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেখানে বিক্ষোভ করছিলেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.