টাঙ্গাইলের কালিহাতিতে একটি প্রসাধনীর দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমণির যাওয়ার কথা ছিল। তবে ২৫ জানুয়ারি তার আগমন ঘিরে শুরু হয় বিতর্ক। বিপরীতমুখী অবস্থান নেন স্থানীয়রা। অবশেষে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
এ বিষয়ে শুরু থেকেই নীরব ছিলেন পরীমণি। অবশেষে নীরবতা ভাঙলেন নায়িকা। শনিবার রাতে এক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন তিনি।
পরীমণি লেখেন, ‘এত চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!’
দুটি ঘটনা টেনে পরীমণি লেখেন, মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর…এ দেশে সিনেমা/বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে! এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।
প্রসঙ্গত, ২৫ জানুয়ারি টাঙ্গাইলে একটি প্রসাধনী ব্যান্ডের উদ্বোধন করার কথা ছিল পরীমণির। তবে বিষয়টি নিয়ে গত দুই-তিন ধরে হেফাজতে ইসলামসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা পরীমণিকে ঠেকাতে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করছিলেন। পরীমণিকে যাতে এলেঙ্গার মাটিতে না আনা হয় এ ব্যাপারে আন্দোলনসহ অবস্থান কর্মসূচির ঘোষণারও সিদ্ধান্ত নেওয়া হয়।