বর্ষসেরার তালিকায় লিটন

0
7
লিটন দাস

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরার তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের লিটন দাস। ২০২৪ সালের টেস্ট ক্রিকেটে রং ছড়ানো ব্যাটিং পারফরম্যান্সগুলোর সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন তিনি।

সম্প্রতি ক্রিকইনফোর প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে করা লিটনের দুর্দান্ত সেঞ্চুরিটি। ওই ম্যাচে ২২৮ বলে ১৩৮ রান করেন এই টাইগার ব্যাটার। যা ২৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপদে পড়া বাংলাদেশকে বাঁচানোর পাশাপাশি ঐতিহাসিক জয় এনে দিতে বড় ভূমিকা রাখে।

ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসের তালিকায় লিটনের প্রতিদ্বন্দ্বীরা হলেন: অলি পোপ (ইংল্যান্ড): ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে ১৯৬ রানের ইনিংস, যশস্বী জয়সওয়াল (ভারত): ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তমে ২০৯ রান। ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া): ভারতের বিপক্ষে অ্যাডিলেডে ১৩০ রান। হ্যারি ব্রুক (ইংল্যান্ড): মুলতান টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৩১৭ রান।

প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে ২০২৪ সালে রাওয়ালপিন্ডি টেস্টে প্রথমবারের মতো জয় পায় বাংলাদেশ। এই সিরিজে জয়ের পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশের গৌরব অর্জন করে টাইগাররা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.