জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

0
5
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেন

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দি‌তে এখন সুইজারল্যান্ডে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চারদিনের সফরের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।

বুধবারের (২২ জানুয়ারি) বৈঠকগুলোতে প্রধান উপদেষ্টা বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করার ব্যাপারে জোর দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

ড. মুহাম্মদ ইউনূস এদিন সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে। এছাড়া সম্মেলনের সাইডলাইন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সাথেও বৈঠক করেন তিনি।

আরেকটি দ্বিপাক্ষিক বৈঠকে দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৫ এ অংশ নেয়ার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টাকে।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, দিনব্যাপী প্রায় ১৫-১৬টি মিটিংয়ে অংশ নেয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। বৈঠকগুলোর বেশিরভাগই অনুষ্ঠিত হবে বিখ্যাত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক অথবা প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত। দেশের একটি বিরাট জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টির জন্য বৈদেশিক বিনিয়োগের প্রয়োজন। দেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, আইন ও বিচার ব্যবস্থাও উন্নতির দিকে যাচ্ছে। বৈদেশিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার এটিই উপযুক্ত সময়।

উল্লেখ্য, গত সোমবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দি‌তে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.