হরর-কমেডি সিনেমা ‘মুঞ্জিয়া’ ও পিরিয়ড ড্রামা ‘মহারাজা’। সিনেমা দুইটি অপ্রত্যাশিতভাবে বক্স অফিসে ‘হিট’ তকমা পেয়েছে। এই দুইটি মুভিতে অভিনয় করেছেন মারাঠি সুন্দরী শর্বরী ওয়াগ। তাঁর রূপে এখন কুপোকাত ভারত আর ভারতের বাইরে লাখো তরুণ। বলিউডে শর্বরীর যাত্রা খুব বেশিদিনের নয়। শুরু ক্রাইম কমেডি ‘বান্টি অর বাবলি ২’ দিয়ে। প্রথম সিনেমায় অভিনয় করে বাগিয়ে নিয়েছিলেন ফিল্মফেয়ার সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার। এরপর বিরতি দিয়ে তিন বছর পর ফিরে এলেন দুইটি হিট সিনেমা দিয়ে। নতুন এই বলিউড সুন্দরী ভালো অভিনয়ের পাশাপাশি ফ্যাশনের ব্যাপারেও দারুণ সচেতন। এর প্রমাণ তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইল। সেখানে পোস্ট করা আবেদনময় আর স্টাইলিশ সব ছবি দেখেই বোঝা যায় শর্বরীর ট্রেন্ডসেটার হতে খুব বেশিদিন বাকী নেই।