রাঙ্গামাটিতে রিদি সুদোম যোদার এক বছর পূর্তি উদযাপন

0
5
বাতি প্রজ্জলন ও ধুধুক শিঙা বাঁশি বাজিয়ে উদ্বোধন করছেন রাজা দেবাশীষ রায় ও জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার।

রাঙ্গামাটি শিল্পকলা একাডেমীতে এক বর্নিল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রিদি সুদোম যোদা এক বছর  পূর্তি উদযাপন করেছে। গত ১৮ জানুয়ারী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়।

বাতি প্রজ্জলন ও ধুধুক শিঙা বাঁশি বাজিয়ে উদ্বোধন করছেন রাজা দেবাশীষ রায় ও জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার।
একদল প্রগতিশীল সাংস্কৃতিক কর্মী ও সংগঠক মিলেমিশে রিদি সুদোম যোদা নামের সংগঠনটি চাকমা ভাষা ও সামাজিক রীতিনীতি ধারণ ও প্রসারের লক্ষে রাঙ্গামাটিতে ২০২৩ সালের নভেম্বর মাসে আত্ম প্রকাশ করেছে।
বিগত বছরের অক্টোর নভেম্বর মাসে পাহাড়ের পরিস্থিতি অস্বাভাবিক থাকায় ২০২৫ সালের জানুয়ারীতে একবছর পূর্তি অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত গ্রহন করেছে রিদি সুদোম যোদা।
সনদ বিতরণ করছেন কৃষিবিদ কাজল তালুকদার
রিদি সুদোম যোদা একবছরে তিনিটি চাকমা ভাষা শিক্ষা কোর্স সমাপ্ত করেছে। বর্ষপূর্তি অনুষ্ঠানে রাজা দেবাশীষ রায় ও জেলা পরিষদ চেয়াম্যান কাজল তালুকদারের মাধ্যমে প্রশিক্ষণার্থীদেরকে সদনপত্র ও ক্রেস্ট বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ কাজল তালুকদার বলেন, আমি পাহাড়ে পর্যটন বিকশিত হোক চাই না। কারণ পর্যটকরা পাহাড় মানুষের সাথে অশীলন আচার আচরণ করে। পর্যটকের যে রকম আচরণ হওয়া উচিত তারা সেট জানে না।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
তিনি আরো বলেন, বিগত সময়ে চাকমা ভাষা শিক্ষক নিয়োগ হলেও তাদের বেতন দেওয়া হয়নি। তাদেরকে কিভাবে কি করা যায় সে বিষয়ে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়
অনুষ্ঠানে রাজা দেবাশীষ রায় বলেন, যে সামাজিক রীতি নীতি দেশের জন্য মঙ্গল, জাতির জন্য মঙ্গল, পশুপাখি ও প্রকৃতির জন্য মঙ্গল সেগুলি পালন করতে পারলে সবার জন্য মঙ্গল। তিনি আরো বলেন, সামাজিক রীতিনীতি ছাড়া যে ব্যক্তি যতই ধনী হোক বা লেখাপড়ায় শিক্ষিত হোক তিনি পত্র পল্লবহীন বৃক্ষের ন্যায়। এই সব মঙ্গলময় সামাজিক রীতিনীতি সবার পালন করা উচিত।
নৃত্য পরিবেশন করছেন আনন্দ চাকমা, জিত চাকমা, মেকি চাকমা, অংক্রাচিং মারমা ও শুভ্রা চাকমা।
অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এবং উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান ও নুয়ারাম চাকমা সাহিত্য বা এর সভাপতি ইনজেব চাকমা এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিদি সুদোম যোদার সভাপতি রিনেল চাকমা।
রিদি সুদোম যোদার এক বছর পূর্তিতে নন্দিত কন্ঠশিল্পী রুবেল চাকমার কন্ঠে একটি জনপ্রিয় চাকমা গান।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, কাজল তালুকদার, রাজা দেবাশীষ রায়, রিনেল চাকমা ও বিজ্ঞান্তর তালুকদার।
দলীয় সংগীত পরিবেশন করছেন শিল্পী অনিক চাকমা, রুবেল চাকমা, অজিত দেওয়ান, পার্কি চাকমা, অনন্যা চাকমা, বর্ষা চাকমা ও রিগেন চাকমা
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, রুবেল চাকমা, পার্কি চাকমা, জোনাকি চাকমা, অনন্যা চাকমা, অজিত দেওয়ান ও জলিপ্রু মারমা । এ ছাড়া একটি নাটিকা উপস্থাপন করা হয়। নাটিকাটি পরিচালনা করেন নিরুপম চাকমা ।
ধুধুক শিঙা বাঁশি ও হেঙগরং বাজাচ্ছেন যন্ত্র্রশিল্পীরা
উদ্বোধনী যন্ত্রসংগীতে ডোল সবিচ চাকমা, বাঁশি ধারশমনি চাকমা, ধুধুক সুনন্তা চাকমা ও রিগেন চাকমা। হেঙগরঙ স্বপ্না চাকমা ও রিমা চাকমা, শিঙা অনিক চাকমা ও অন্বেষা চাকমা।

গেংখুলী, উবোগীদ ও টেঙাভাঙা গীদ পরিবেশন করেন অনন্ত রঞ্জন চাকমা, রুবেল চাকমা, অনন্যা চাকমা, অজিত দেওয়ান ও বর্ষা চাকমা।

গেংখুলী, উবোগীদ ও টেঙাভাঙা গীদ পরিবেশন করছেন শিল্পীবৃন্দ।
চাকমা গানে নৃত্য পরিবেশন করেন, তারণ্য চাকমা সুপ্রিয়া চাকমা, আনন্দ চাকমা, মেকি চাকমা জিত চাকমা, অংক্রাচিং মারমা ও শুভ্রা চাকমা।
অনুষ্ঠানে যন্ত্রসংগীতে রয়েছেন লীড গীটার পবন চাকমা,তবলায় সচিব চাকমা, প্যাড ইন্দ্রজিৎ আসাম রাজ , গীটারে ইম্পল ত্রিপুরা, বাঁশিতে ধারশমনি চাকমাও কী বোর্ডে মিল্টন চাকমা।

গেংখুলী, উবোগীদ ও টেঙাভাঙা গীদ পরিবেশনের সময় দর্শদের উচ্ছাস।
শুভেচ্ছা বক্তব্যে বিজ্ঞান্তর তালুকদার রিদি সুদোম যোদার আত্ম প্রকাশের প্রেক্ষাপট তুলেন ধরেন এবং বিগত এক বছরের কার্যক্রম বর্ণনা দেন।
রিনেল চাকমা অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে রাজা দেবাশীষ রায় ও জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সকল অভিভাবক, সদস্য ও শুভাংখীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে রিদি সুদোম যোদা এর সহযোগিদের সাথে রাজা দেবাশীষ রায়ের ছবি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হীরা চাকমা ও অনন্ত রঞ্জন চাকমা। সাউন্ড সিস্টেম পরিচালনায় গিরিঝংকার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.