রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২

0
6
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
 
রোববার (১৯ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
 
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পাশাপাশি তাদের হেফাজত থেকে ৩ কেজি ৮৫ গ্রাম গাঁজা, ১১৪ পিস ইয়াবা, ১৪ গ্রাম হেরোইন, ৭ বোতল ফেনসিডিল ও ৪৮ মিলি বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়েছে।
 
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ২৩টি মামলা করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.