সংসদ সদস্যকে বিয়ের প্রস্তাব রিংকু সিংয়ের

0
7
রিংকু সিং ও প্রিয়া সরোজ

এ মুহূর্তে ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রে চ্যাম্পিয়নস ট্রফির দল। তবে এর মধ্যেই আলোচনায় রিংকু সিংয়ের বিয়ে। না, বিয়ে করে ফেলেননি। তবে ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান বিয়ে করতে চলেছেন। আলোচনার কারণ বিয়ের পাত্রী।

রিংকুর বিয়ে ঘিরে যাঁর নাম শোনা যাচ্ছে, তিনি ভারতের লোকসভার সংসদ সদস্য সমাজবাদী দলের প্রিয়া সরোজ। গুঞ্জন উঠেছে, রিংকু-প্রিয়ার বিয়ে নাকি এরই মধ্যে হয়ে গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে রিংকুকে শুভেচ্ছা ও শুভকামনাও জানিয়েছেন। তবে বিপত্তি বাঁধিয়েছেন পাত্রীর বাবা। তিনি জানালেন, বিয়ে হয়নি!

তবে প্রিয়ার বাবা তুফানি সরোজ রিংকুর সঙ্গে তাঁর মেয়ের বিয়ের বিষয়টি উড়িয়েও দেননি। এনডিটিভির খবরে বলা হয়, তুফানি জানিয়েছেন, দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে কথা চলছে, তবে বাগ্‌দান হয়নি।

সূর্যকুমার যাদবের সঙ্গে প্রিয়া
সূর্যকুমার যাদবের সঙ্গে প্রিয়া,ইনস্টাগ্রাম

তুফানি নিজেও একজন রাজনীতিবিদ। উত্তর প্রদেশের কেরাকাটের এমএলএ তিনি। ভারতের একটি সংবাদমাধ্যমে তিনি বলেছেন এভাবে, ‘প্রিয়া এই মুহূর্তে কাজের জন্য থিরুভানান্থপুরামে আছে। রিংকু সিং ও প্রিয়ার বাগ্‌দানের খবর মিথ্যা। দুই পরিবারের মধ্যে কথা চলছে, কিছুই ঠিক হয়নি।’

বিয়ের প্রস্তাবটা নাকি এসেছে রিংকুর পরিবারের কাছ থেকেই। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, রিংকুর পরিবারের দিক থেকে প্রস্তাব গেছে প্রিয়ার বোনের স্বামীর কাছে। প্রিয়ার দুলাভাই আলীগড়ের প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রিয়া বা রিংকু। প্রিয়ার বাড়ি উত্তর প্রদেশের বারানসিতে, রিংকুর আলীগড়ে।

রিংকু জাতীয় দলে নিয়মিত না হলেও ভারতীয় ক্রিকেটের একজন উঠতি তারকা। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আছে বড় অঙ্কের চুক্তি। ২৬ বছর বয়সী প্রিয়াও রাজনীতিতে এরই মধ্যে সফল। এ বছর লোকসভা নির্বাচনে মছলিশহরে বিজেপির প্রার্থী ভোলানাথ সরোজকে হারান ৩৫ হাজার ভোটে।

তিনি বর্তমানে লোকসভার দ্বিতীয় সর্বকনিষ্ঠ সংসদ। প্রিয়ার বাবা তুফানি এর আগে তিনবার লোকসভার সংসদ সদস্য ছিলেন। বর্তমানে উত্তর প্রদেশ বিধানসভার এমএলএ।

অবশ্য রাজনৈতিক পরিবারের মেয়ে হলেও রাজনীতি প্রিয়ার প্রথম পছন্দ ছিল না। স্বপ্ন ছিল বিচারক হবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.