ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ হিরু কারাগারে

0
8
ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান হিরু
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পথচারী তৌফিকুল ইসলামের মৃত্যুর ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান হিরুকে কারাগারে পাঠানো হয়েছে।
 
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।
 
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার এসআই মো. হানিফ তাকে আদালতে তুলে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার রাতে গুলশান এলাকা থেকে হিরুকে গ্রেপ্তার করে পুলিশ।
 
২০২৪ সালের ১৯ জুলাই বাড্ডা এলাকায় বৌদ্ধমন্দিরের সামনে আন্দোলন চলাকালে আত্মীয়ের বাসা থেকে নিজ বাসায় ফিরছিলেন তৌফিকুল। বেলা ১১টার দিকে আসামিদের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তৌফিকুলের স্ত্রী ইসমত জাহান ইলোরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১২ জনের নামে মামলা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.