যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা জেফ বেজোসের মহাকাশ প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ গ্লেন নামের একটি রকেট উৎক্ষেপণ সফল হয়েছে। আজ বৃহস্পতিবার ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে এটি প্রথমবার উৎক্ষেপণ করা হয়।
প্রায় ৩০ তলা সমান রকেটটি দুটি ভাগে বিভক্ত। এর মধ্যে প্রথম অংশটি পুনর্ব্যবহারযোগ্য। এতে সাতটি ইঞ্জিন রয়েছে। গতকাল রকেট উৎক্ষেপণের পর ব্লু অরিজিনের ওয়াশিংটন ও ফ্লোরিডার কার্যালয়ের শত শত কর্মী উচ্ছ্বাস প্রকাশ করেন।
প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট আরিয়ান কর্নেল ঘোষণা দেন, তাঁদের দীর্ঘ প্রতীক্ষিত রকেট উৎক্ষেপণ সফল হয়েছে এবং রকেটটির দ্বিতীয় অংশ নিরাপদে কক্ষপথে প্রবেশ করেছে।
রকেটটির প্রথম অংশ আটলান্টিক মহাসাগরে একটি বার্জে অবতরণ করার কথা থাকলেও তা ব্যর্থ হয়েছে। ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা বেজোস বলেন, ব্লু অরিজিনের প্রথমবার রকেট উৎক্ষেপণ প্রচেষ্টা নিয়ে তিনি যথেষ্ট উদ্বেগে ছিলেন।
এদিকে প্রথম প্রচেষ্টাতেই রকেট কক্ষপথে পাঠাতে সফল হওয়ায় জেফ বেজোসকে অভিনন্দন জানিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক।
রয়টার্স, ফ্লোরিডা