নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক বিপণনের ক্ষেত্রে ভ্যাট কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে গত ৯ জানুয়ারি এক অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়। তাতে নিজস্ব ব্র্যান্ডের পোশাকের আউটলেটের ভ্যাট ৭ দশমিক ৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। এ নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় ব্যাপক সমালোচনা।
এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এনবিআরের ভ্যাট বিভাগ। ভ্যাট কিছুটা কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। আজকালের মধ্যে এ বিষয়ে আদেশ জারি হবে। তবে পুরোনো হারের চেয়ে কিছুটা বেশি ভ্যাট দিতে হবে ভোক্তাদের।
এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান উচ্চ মূল্যস্ফীতির বিবেচনায় পোশাক খাতের ওপর ভ্যাট কিছুটা কমানো হয়েছে। এদিকে পোশাকের পাশাপাশি মিষ্টির দোকানের ভ্যাট হার কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। মিষ্টির দোকানের ভ্যাট সাড়ে ৭ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল।
এ ছাড়া নন-এসি হোটেলের ওপর ভ্যাট হার ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এটি আগে ছিল ৭ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ভ্যাটেও পরিবর্তন আনা হয়েছে। এসব ক্ষেত্রে ভ্যাট হবে ১০ শতাংশ।
অন্যদিকে হজযাত্রীদের হজ পালনের ব্যয় কমাতে হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করেছে এনবিআর। ৯ জানুয়ারি আকাশপথের যাত্রায় সব ধরনের দূরত্ব ২০০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়।