দীর্ঘ ৫ মাস ধরে অচলাবস্থায় পড়া রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিসি নিয়োগসহ বিভিন্ন দাবিতে এবার রাস্তায় নেমেছে।শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের অনিশ্চয়তা কাটাতে অন্তবর্তী সরকারে সুনির্দিষ্ট ঘোষণা দাবি করেছে, অন্যথায় কঠিন আন্দোলনের হুশিয়ারি দিয়েছে তারা।
সোমবার সকাল থেকে এই আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের সাধারণ শিক্ষাথীরা। বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনসহ রাজনৈতিক সংগঠনগুলোর শিক্ষার্থীরাও এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে।
পার্বত্য চট্টগ্রামের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে দীর্ঘ ৫ মাসেও ভিসি প্রোভিসি না থাকাসহ নানা সমস্যায় এক চরম অনিশ্চয়তায় পড়েছে শিক্ষার্থীরা।
ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের পর পর শিক্ষকদের আন্দোলনের মুখে একযোগে পদত্যাগ করেন ফ্যাসিবাদের দোসর খ্যাত তৎকালীন ভিসি প্রোভিসি।
এরপর পেরিয়ে গেছে পাঁচ মাস কিন্তু এই সময়ের মধ্যে ভিসি নিয়োগ না হওয়ায় একাডেমিক কাজে যেমন অনিশ্চয়তা দেখা দিয়েছে; তেমনি পাহাড়ের এই সর্বোচ্চ বিদ্যাপিঠটির উন্নয়ন এবং প্রশাসনিক কাজেও দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা।
চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে সোমবার বেলা ১১টা থেকে প্রায় আড়াই ঘন্টা রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা রাঙামাটি শহরের ব্যস্ততম বনরূপা এলাকায় সড়ক অবরোধ করে।
শিক্ষার্থীদের অবরোধ্যের কারণে এ সময় পুরো রাঙামাটি শহরে তীব্র যানজটের কারণে দুর্ভোগে পড়ে নাগরিকরা। উদ্ভূত পরিস্থিতিতে রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন ও রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহামেদ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এতেও শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে এলে বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা দপ্তরের সাথে কথা বলেন তারা।
এক পর্যায়ে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর নেতৃত্বে বিএনপির একটি দল ঘটনাস্থলে যায়। এসময় তারা সকলেই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করে আগামী বুধবারের মধ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ভিসি নিয়োগের আশ^াস প্রদান করে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে নিতে সক্ষম হন।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপু তালুকদার শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক থেকে প্রাপ্ত তথ্যানুসারে আমি তোমাদেরকে আশ^স্থ করছি বুধবারের মধ্যেই ভিসি নিয়োগ সম্পন্ন করা হবে, অন্যথায় আগামী বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো রাঙামাটি জেলায় অবরোধ কর্মসূচী পালন করবো আমরা। জেলা বিএনপির সভাপতির এমন আশ^াসে শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচী তুলে নিয়ে বিক্ষোভ মিছিল করে তাদের আন্দোলন বুধবার পর্যন্ত স্থগিতের ঘোষণা দেয়।
পরে শিক্ষার্থীরা ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়, শিক্ষার্থীরা জানিয়েছে প্রশাসনের আশ্বাস অনুযায়ী ৭২ ঘন্টার মধ্যে তাদের দাবি পুরণ না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে তারা। শিক্ষার্থীদের অভিযোগ, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে উপাচার্য নিয়োগ হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা সরকার চিন্তাও করছে না। আমরা অনবরত এ বিষয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করেও কোনো সুরাহা না পাওয়ার কারণে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।