কেক খেয়ে বাচ্চাদের প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার দাবি, যা জানা গেল

0
13
কেক খেয়ে অসুস্থ শিশুর ছবি
‘কেক খেয়ে বাচ্চারা প্যারালাইসিসে আক্রান্ত হচ্ছে’ এমন দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হচ্ছে। পোস্টে লেখা হচ্ছে, ‘সাবধান! বাজারে নতুন কেক এসেছে। লুপো কোম্পানির কোন ট্যাবলেট আছে এতে। যে খাবার খেলে বাচ্চাদের প্যারালাইসিস হয়। দয়া করে এই মেসেজটা বাড়িয়ে দিতে কাজ করুন। তবে দাবিটি মিথ্যা।
 
শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
 
সংস্থাটি জানায়, কেক খেয়ে বাচ্চাদের প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, লুপো কোনো ওষুধ কোম্পানি নয়; এটি তুরস্কের সোলেন কোম্পানির একটি কেকের ব্র্যান্ড, যা বাংলাদেশের বাজারে পাওয়া যায় না। এই কেক খেয়ে প্যারালাইসিস হওয়ার দাবিরও কোনো চিকিৎসাগত বা বৈজ্ঞানিক ভিত্তি নেই।
 
প্রতিবেদনে বলা হয়েছে, আলোচিত দাবির পোস্টগুলোতো ব্যবহৃত কেকের ছবিগুলো ২০১৯ সালে ইরানের স্কুলে বিতরণ করা কেকের ছবি থেকে নেওয়া, যেখানে সেসময় ইরানের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেকে ট্যাবলেট খুঁজে পায়। তবে এসবে কোনো স্বাস্থ্যঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি।
 
এতে অরও বলা হয়েছে, দাবিকৃত পোস্টগুলোতে অসুস্থ এক শিশুর একটি ছবি সংযুক্ত থাকতে দেখা যায়। ওই শিশুর পরিচয় জানতে বিভিন্ন পদ্ধতিতে অনুসন্ধান চালানো হয়। কাছাকাছি দাবিতে একই শিশুর ছবি ২০২০ সালের ভারতের একটি ফেসবুক আইডিতে (আর্কাইভ) এবং ২০২১ সালে আফগানিস্তানের একটি ফেসবুক আইডিতে (আর্কাইভ) পোস্ট করা হয়। তবে শিশুটি কী রোগে আক্রান্ত এবং তার জাতীয়তা কী সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য মেলেনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.