সাকিবকে দলে ফেরাতে সরকারের সঙ্গে বসবেন বিসিবি সভাপতি

0
11
বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও সাকিব আল হাসান

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও হত্যা মামলার আসামি হওয়ায় নিরাপত্তা শঙ্কায় দেশে ফেরা হয়নি এই ক্রিকেটারের। খেলতে পারেননি আফগানিস্তান সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সফরেও।

এ ছাড়াও চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলতে পারছেন না। তাই অনেকেই ভেবেছিল বাংলাদেশের জার্সিতে আর কখনও সাকিবের খেলা হবে না। কিন্তু না, তাতে আশার আলো জ্বালিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে পেতে সরকারের সঙ্গে বসবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩ জানুয়ারি) বিপিএলের ম্যাচ চলাকালীন প্রেসবক্স পরিদর্শনকালে সাংবাদিকদের সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে কথা বলেন ফারুক আহমেদ।

এ সময় তিনি বলেন, ‘সাকিবের নিরাপত্তার বিষয়টি পুরোটাই নির্ভর করছে সরকারের উপর। সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর জন্য আমরা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসব।’ তবে কবে নাগাদ বৈঠক হবে এসব নিয়ে বিস্তারিত কিছু বলেননি ফারুক।

‘সাকিব এখনও তো অবসর নেয়নি। তেমন কোনো কিছু হয়নি সাকিবের। চেষ্টা না, এটা হলো গিয়ে সাকিব এখনও যদি অবসর নিয়ে নিতো..তাহলে বলতাম ও আর নাই। ওর যে ইস্যুগুলো আছে, মাঝেমধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে কীভাবে সেটা কী করা যায়।’

‘আমার সাহায্য করা কোনো ব্যাপার না। এটা আমি আগেও বলছি, এখনও বলছি। এটা শুধুমাত্র সরকারি পর্যায় যদি কোনো নির্দেশনা আসে, ওর যে সমস্যাগুলো আছে; ওগুলো যদি ঠিক করতে পারে। তাহলেই কিন্তু আমার মনে হয় এটা একটা ব্যাপার সিদ্ধান্ত নিতে পারে। তারপর তার ফিটনেস, মানসিক অবস্থা, নির্বাচক কমিটি আছে তারা সিদ্ধান্ত নেবে।’

চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে। তাই দলের শক্তি বাড়াতে সাকিবকে তাই দরকারই হওয়ার কথা।

দলের প্রয়োজন থাকলে সাকিবকে চাইলেও দলে নেওয়াটা কঠিন হবে বলে মনে করছেন বিসিবি সভাপতি। তার ভাষ্য, চাহিদা থাকলেও তো কিছু করতে পারবে না। কারণ এটা তো একটা জাতীয় ইস্যু। এটা নির্বাচকরা চাইলে করা যায় না।

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আরব আমিরাতে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.