টেকনাফে মাছ ধরার নৌকা থেকে এক লাখ ইয়াবা জব্দ, আটক ১

0
10
দীর্ঘদিন ধরে মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকাটিতে ইয়াবা পাচার করা হচ্ছিল, ছবি: র‌্যাবের সৌজন্যে

কক্সবাজারের টেকনাফে মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা পরিবহন করে আসছিল একটি মাদক কারবারি চক্র। ওই নৌকা থেকে গ্যালনভর্তি এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি চক্রের একজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সৈকত এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করে র‍্যাব।

আটক ব্যক্তির নাম মো. শফিক উল্লাহ (৩০)। তিনি টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে। আজ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

র‍্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সৈকত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি তেলের গ্যালন ফেলে পালানোর চেষ্টাকালে শফিক উল্লাহ নামের একজনকে আটক করা হয়। র‍্যাবের জিজ্ঞাসাবাদে আটক শফিক উল্লাহ অন্য সহযোগীদের নামসহ নানা তথ্য দেন। তিনি জানান, তাঁরা দীর্ঘদিন ধরে মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকার আড়ালে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানের মাদক কারবারিদের কাছে ইয়াবা বিক্রি করে আসছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, নৌকাসহ আটক ব্যক্তি ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.