চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক শান্ত

0
12
নাজমুল হোসেন শান্ত
চলতি বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। এই টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদেশ দলও। আর বৈশ্বিক এই টুর্নামেন্টে টাইগারদের নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেও চ্যাম্পিয়নস ট্রফিতে তার উপরই ভরসা রাখছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
 
শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা জানান সাবেক এই ক্রিকেটার।
 
সদ্য শেষ হওয়া ডিসেম্বর পর্যন্ত অধিনায়ক হিসেবে মেয়াদ ছিল নাজমুল হোসেন শান্ত। তবে বোর্ড মেয়াদ বাড়ানো কথা ভাবলেও টি-টোয়েন্টিতে সরে দাঁড়িয়েছেন তিনি। তাই নতুন অধিনায়ককে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বসিবি সভাপতি বলেন, শান্ত ইনজুরির কারণে সবশেষ সিরিজ দলের বাইরে গেছে। আপনারা বলেছেন ডিসেম্বরে ওর অধিনায়কের মেয়াদ শেষ হয়েছে।
 
‘তবে ও অধিনায়ক হিসেবেই দলে ফিরবে। এটা না হওয়ার কোনো কারণ দেখি না। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ওকেই অধিনায়কত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।’
 
টি-টোয়েন্টির অধিনায়ক নিয়ে ফারুক আহমেদ বলেন, শান্ত আমাকে বলেছে সেটা টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে চায়। তাই আমরা নতুন কাউকে ভাবছি। যেহেতু আমরা টি-টোয়েন্টি খেলব এখনও ছয় মাস পরে, তাই এখন এটা চিন্তার কিছু না।
 
এবারে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের অধিনায়ক হলে দেশসেরা ওপেনার তামিম ইকবালের নেতৃত্বে খেলছেন এই টাইগার ব্যাটার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.