‘বিপিএল’ উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

0
7
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের জমজমাট আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টি-টোয়েন্টির এই মারদাঙ্গা ম্যাচে উত্তেজনার কমতি থাকে না। দেশের বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে নতুন রূপে সেজেছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টির ১১তম আসরটি শুরু হলো মিউজিক ফেস্ট দিয়ে।
 
সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জমকালো আয়োজনে বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
 
উদ্বোধনী ঘোষণায় আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা জানেন একটা দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকের এই বাংলাদেশে আছি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
 
তিনি আরও বলেন, ‘এবারের বিপিএলে থিম সং ও মাস্কটসহ কিছু নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের খেলাও যেন উপভোগ্য হয়। সেজন্য বিসিবি অনেক কাজ করেছে। আজকের এই আয়োজনকে সফল করার জন্য ও একটি সুন্দর বিপিএল সবাইকে উপহার দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমাদের এই উদ্যোগের সঙ্গে প্রধান উপদেষ্টা নিজেও সরাসরি যুক্ত ছিলেন। সর্বোপরি আশা করি এবারের বিপিএলে নতুন বাংলাদেশের একটি নতুন বিপিএল হিসেবে সবার নিকট উপভোগ্য হবে।’
 
অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আজ মিউজিক ফেস্টটা শুরু হলো। যারা আসছেন, সবাইকে ধন্যবাদ। খুব ভালো লাগছে আমার। আমার মনে হয় যে এবারের বিপিএলটা আপনারা এর মধ্যে জেনে গেছেন, অনেকগুলো কাজ করেছি। প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় আমরা থিম সং ও গ্রাফিতি উন্মোচন করেছি। অনেকগুলো ইভেন্ট হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি এই কনসার্টগুলো শেষ হওয়ার পর আমাদের মেইন ইভেন্ট যেটা খেলা সেটা শুরু করবো, আমি সবচেয়ে বেশি আশা করবো তারা (দলগুলো) যেন খুব ভালোভাবে অংশ নেয়।’
 
৩০ ডিসেম্বর বরিশাল-রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের মূল পর্ব। দুপুর দেড়টায় শুরু হবে প্রথম ম্যাচ। একই দিনে ঢাকার মুখোমুখি হবে রংপুর। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে খেলাটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.