সাকিব-তামিমের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে যা জানালেন বিসিবি সভাপতি

0
6
সাকিব-তামিম

বাংলাদেশ ক্রিকেটের দুই পোস্টারবয় সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দুজনেরই আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ধোঁয়াশা কাটেনি। অনেকদিন ধরেই জাতীয় দলের হয়ে খেলছেন না এই দুই তারকা। তাদের ফেরার বিষয়ে আগ্রহ ও উদ্দীপনার কমতি নেই ক্রিকেট ভক্ত থেকে শুরু করে বিসিবির নীতিনির্ধারকদেরও।

শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির বোর্ড সভার পর সাকিবের বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, আসলে এই ব্যাপারটা একদমই ভিন্ন ইস্যু। এটাতে আসলে নতুন করে কিছু নেই। শেষ যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলেছি আমরা, সেখানে সে মানসিক অবস্থায় ছিল না খেলার মতো। যেতে পারেনি। এখন বলবে বিপিএল খেলবে কি— আমার কাছে কোন আপডেট নেই তার ব্যাপারে।

চ্যাম্পিয়নস ট্রফির আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে না বাংলাদেশ। সেই টুর্নামেন্টে কি থাকবেন সাকিব-তামিম? এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, যদি কোন খেলোয়াড় অবসর না নিয়ে থাকে, সে নির্বাচনের জন্য অবশ্যই অ্যাভেইলেবল।

এদিকে, দলে ফেরার ক্ষেত্রে বেশ কিছু শর্তজুড়ে তামিম জানিয়েছেন, ফেরার সম্ভাবনা আছে তার।আরেকদিকে রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর দেশে ফিরতে পারছেন না সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজে ছিলেন না তিনি।

গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে নাটকীয়ভাবে অবসর নেন তামিম। এরপর ফিরে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে খেললেও জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে।

এ নিয়ে ফারুক বলেন, তামিমেরটা আসলে প্রধান নির্বাচক যে কথা বলেছেন, এখনো কোনো পলিসি নেই। যদি কোনো খেলোয়াড় অবসর না নিয়ে থাকে আর যদি নির্বাচকরা মনে করে তাকে দরকার, তখন ওই নির্বাচক প্যানেল নির্দিষ্ট খেলোয়াড়ের সঙ্গে কথা বলবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.