‘নার্ভাস তো হবই, উনি যে সালমান খান’

0
6
রাশমিকা মান্দানা। অভিনেত্রীর ফেসবুক থেকে

সালমান খানের আগামী ছবি ‘সিকান্দার’-এ ভাইজানের নায়িকা হচ্ছেন রাশমিকা মান্দানা। এক সাক্ষাৎকারে সালমানের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে রাশমিকা বলেছেন, ‘নার্ভাস তো হবই, উনি যে সালমান খান।

রাশমিকা মান্দানা। এএফপি
রাশমিকা মান্দানা। এএফপি

এই প্রথম হিন্দি ছবি, যেখানে আমি নায়িকা হিসেবে বড় পর্দায় আসতে চলেছি। তাই আরও বেশি রোমাঞ্চিত।’

দক্ষিণি এই নায়িকা আরও বলেছেন, ‘আমি চাই না যে মানুষ আমাকে শুধু আমার অভিনয়ের জন্যই চিনুক। আমি পুরোপুরি বাণিজ্যিক ছবির অংশও হতে চাই। মানুষ আমাকে বাণিজ্যিক ছবির নায়িকা হিসেবে জানুক, যেন আমার ওপর সবাই আস্থা রাখতে পারেন। তবে আমি সব ধরনের ছবির অংশ হতে চাই। অভিনয়কে উপভোগ করতে চাই।’

গত বছর রাশমিকা অভিনীত আরেক সিনেমা ‘অ্যানিমেল’ ব্লকবাস্টার হিট হয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তাঁকে রোমান্স করতে দেখা গিয়েছিল।

রাশমিকা মান্দানা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
রাশমিকা মান্দানা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

আলোচিত-সমালোচিত এ ছবির সিকুয়েলের কথা আগেই ঘোষণা করা হয়েছে। ‘অ্যানিমেল পার্ক’ ছবিতে আবার রাশমিকা ও রণবীরকে একসঙ্গে দেখা যাবে। সিকুয়েল প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সন্দীপ রেড্ডি ভাঙ্গা আমাকে যখন এ ছবির সারাংশ বলেছিলেন, শুনে আমার মাথা ঘুরে গিয়েছিল। জানি না সিকুয়েলে তিনি কী কী বদল আনতে চলেছেন। শুধু এটুকু জানি, এ ছবি পুরোপুরি “ম্যাডনেস”। রণবীর আর সন্দীপের সঙ্গে কাজ দারুণ উপভোগ্য ছিল। দ্বিতীয় কিস্তির সময়ও খুব মজা করব।’

শোনা যাচ্ছে, ‘সিকান্দার’ ছবির প্রথম পোস্টার সালমানের জন্মদিন, অর্থাৎ ২৭ ডিসেম্বর প্রকাশ করবেন নির্মাতারা। ছবির পরিচালক এ আর মুরুগাদস। ছবিটি ২০২৫ সালের ৩০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.