নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি স্পিনিং মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আড়াই হাজার ও মাধবদী থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার ঝাউগড়া পৌরসভায় অবস্থিত জাহিন স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বিশ্বজিৎ সরকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর আগুন বাড়তেই থাকে। আগুনের তাপ বেশি থাকায় কোনোভাবেই সামনে যাওয়া যাচ্ছে না।
জানা যায়, জাহিন স্পিনিং মিলটি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের মালিকানাধীন।