ভালো মানুষ রাজনীতিতে না এলে সংস্কার করে কোন লাভ হবে না; তাই তরুণ সমাজকে বিজেপিতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন।
জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে, তাই অবিলম্বে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।
পার্থ আরও বলেন, আওয়ামী শাসনামলের দুর্নীতিবাজরা এখনও ঘুরে বেড়াচ্ছে। সামিট গ্রুপের আজিজ খান বা এস আলমকে গ্রেফতার করা হয়নি। যারা লুটপাট করেছে, তাদের বিচার করতে হবে। যারা টাকা নিয়ে পালিয়েছে, তাদের সম্পদ ক্রোক করার আহ্বান জানান বিজেপি চেয়ারম্যান।