আন্তরিক হলে আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব: মোশাররফ

0
10
ড. খন্দকার মোশাররফ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে আগামী ডিসেম্বর মাসের আগেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব। এটি করা গেলে এই সরকার এবং সাধারণ মানুষের জন্য মঙ্গলজনক হবে। কারণ আমরা দেখছি অনেক ষড়যন্ত্র হচ্ছে।
 
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে কুমিল্লায় বিজয় দিবসের র‌্যালির শুরুতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
খন্দকার মোশাররফ আরও বলেন, বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে এই সরকার খুব দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন ব্যবস্থা করে দেবে। এ দেশের মানুষই চায় এই সরকার একটি নির্বাচনের মধ্য দিয়ে দেশের স্বাধীন সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরও শক্তিশালী করবে।
 
মহান বিজয় দিবস উপলক্ষে র‌্যালিটি কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কুমিল্লা দক্ষিণ জেলা, কুমিল্লা মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
 
এ দিকে কুমিল্লার লাকসাম উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম।
 
র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট সময় নিয়েছে। আমরা চাই এই সরকার নির্বাচনের জন্য একটি দিন নির্ধারণ করবে। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.