সিএমএইচ থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

0
9
মির্জা ফখরুল
মহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে থেকে দুপুর ২টার দিকে তিনি গুলশানের বাসায় ফিরেছেন।
 
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিশেষজ্ঞ চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
 
তিনি বলেন, মহাসচিব বাসায় পৌঁছেছেন। তিনি সুস্থ আছেন, ভালো আছেন। এখন বিশ্রামে আছেন।
 
এ জেড এম জাহিদ হোসেন বলেন, সাভার সিএমএইচে মির্জা ফখরুলের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্ট ভালো এসেছে। পরে সেগুলো পর্যালোচনা করে সিএমএইচের চিকিৎসকরা বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেন।
 
এর আগে, সকাল ১০টার দিকে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা। পরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে সাভার সিএমএইচে নেওয়া হয়।
 
তখন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আবদুস সালাম এবং যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল মির্জা ফখরুলের সঙ্গে হাসপাতালে যান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.