নতুন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না: রিজওয়ানা হাসান

0
14
পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন– এখন নতুন বাংলাদেশের পথে আমরা এগিয়ে যাচ্ছি, যেখানে কোনো বৈষম্য থাকবে না।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণিতে বাংলাদেশ সামরিক জাদুঘরে আয়োজিত ‘ইকো লিডার্স ইয়ুথ এমপাওয়ারিং ইনিশিয়েটিভ অন এনভায়রনমেন্ট, ক্লাইমেট অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ফর বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচিতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, নদী ও বনভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরিবেশ দূষণমুক্ত রাখতে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন– পরিবেশ বলতে খালি পার্ক বা বিনোদনের জায়গা নয়। এটি অনেক বড় বিষয়। এখানে বায়ু দূষণ, বিশুদ্ধ পানি, জলবায়ু পরিবর্তন, পরিবেশ, প্রতিবেশ সব কিছুই জড়িত। তরুণরা এসব কাজে এগিয়ে এসেছে। এটি অত্যন্ত স্বস্তির বিষয়। তারাই পরের ২০-৩০ বছর বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.