বিজিবির ৭২ সদস্য পাচ্ছেন সাহসিকতা ও বীরত্বে পদক

0
12
বর্ডার গার্ড বাংলাদেশ
২০২৪ সালে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ৭২ সদস্য পাচ্ছেন সাহসিকতা ও বীরত্বে পদক।
 
রোববার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সীমান্ত-১ শাখা থেকে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
 
চার ক্যাটাগরিতে পদকপ্রাপ্তদের মধ্যে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম)’ ক্যাটাগরিতে পদক পাচ্ছেন।
 
এছাড়া ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক‘ (বিজিবিএম) পাচ্ছেন ১১ জন, ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক’ (পিবিজিএম) পাচ্ছেন ২৪ জন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা’ (বিজিবিএমএস) পাচ্ছেন ১২ জন এবং ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা’ (পিবিজিএমএস) পাচ্ছেন ২৫ জন।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক’প্রাপ্তরা নগদ এককালীন এক লাখ টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার ৫০০ টাকা করে পাবেন। এছাড়া, ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক’প্রাপ্তরা নগদ এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার করে টাকা পাবেন।
 
অন্যদিকে, ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা’ প্রাপ্তরা এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে পাবেন এক হাজার ৫০০ করে টাকা। এছাড়া, ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা’ প্রাপ্তরা নগদ এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার করে টাকা পাবেন।
 
প্রসঙ্গত, সাধারণত প্রতি বছর ২০ ডিসেম্বর বিজিবি দিবসে এ পদক তুলে দেওয়া হয়ে থাকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.