ফ্রান্সের সংবাদ মাধ্যম লেকিপে’র দেওয়া ২০২৩-২৪ মৌসুমে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এমবাপে। বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে এক ভোটের আয়োজন করে লেকিপে।
এতে সাবেক তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা ও এনগোলো কান্তের ভোট পান নি তিনি। এর আগে ২০১৮, ২০১৯ ও ২০২৩ সালেও লেকিপের দেওয়া বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটি পান প্যারিসে জন্মগ্রহণকারী এই তারকা।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্রান্সের বর্ষসেরার খেতাব নির্বাচন করতে তার পিএসজি ক্লাবে খেলা ও ফ্রান্স জাতীয় দলে তার পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে।
এতে আরও বলা হয়, এমবাপের সঙ্গে এক সময় জাতীয় দলে খেলেছেন বেনজেমা। এমবাপেকে বর্ষসেরা ফুটবলারের নির্বাচনে ভোটে দেননি তিনি। বেনজেমা ভোট দিয়েছেন এদুয়ার্দো কামাভিঙ্গা, ব্র্যাডলি বারকোলা ও ওয়ারেন জাইরে-এমরিকে।কিলিয়ান এমবাপ্পে।
একইভাবে কান্তের ভোটও পাননি এমবাপে। এই মিডফিল্ডার ভোট দেন উইলিয়াম সালিবা, জুলস কুন্দে ও কামাভিঙ্গাকে। তবে তাদের পক্ষে না পেলেও সম্মিলিত ভোটে রিয়াল ফরোয়ার্ডই নিজ দেশের সেরা হয়েছেন।
দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্যমতে সর্বোচ্চ ৫৬ পয়েন্ট পেয়েছেন এমবাপে। এ ছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা ৫১, মাইক মাইগনান ২৪, কামাভিঙ্গা ১৭, ওঁরেলিয়ে চুয়ামেনি ১৬ এবং আঁতোয়ান গ্রিজম্যান ও লিস মেলু সমান ১৫ পয়েন্ট করে পেয়েছেন।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তাকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে লস ব্লাঙ্কোসদের হয়ে একটি গোলও করেন এমবাপে। তবে প্রথমার্ধই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি।
এর ফলে লা লিগার রায়ো ভায়েকানোর বিপক্ষের ম্যাচে এমবাপে খেলতে পারবেন না বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। এই ইনজুরির কারণে ইন্টারকন্টিনাল কাপের ফাইনালেও তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম–১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও খুলশী) আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছিল দল থেকে। তবে ওই আসনের...
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাবেক এ আইজিপির পরিবারের পক্ষ থেকে বিষয়টি...
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় সন্দেহভাজন নারী তনিমা ওরফে তন্বীকে আটক করেছে মহানগর পুলিশের...