বাশারকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে: রয়টার্স

0
57
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদ, ফাইল ছবি: রয়টার্স

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। আর এতে বাশার নিহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা দেখা দিয়েছে। সিরিয়ার দুটি সূত্র বার্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

বাশার সরকারের পতনের পর এখন কোথায় আছেন বা তাঁর শেষ পরিণতি কী হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

১২ দিন অভিযানে আজ রোববার সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করে বাশারবিরোধী বিদ্রোহীরা। তখন দামেস্ক বিমানবন্দর ছেড়ে যায় একটি উড়োজাহাজ। ‘সিরিয়ান এয়ার ৯২১৮ ফ্লাইটটি’ দামেস্ক থেকে উড়াল দেওয়া সর্বশেষ ফ্লাইট ছিল বলে জানিয়েছে ফ্লাইটরাডার ২৪।

বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের ওপর নজর রাখা ফ্লাইটরাডার ২৪-এর তথ্যানুযায়ী, দামেস্ক থেকে উড়োজাহাজটি প্রথমে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায়। সেখান থেকে পরে আবার উল্টোপথে যাওয়া শুরু করে। কয়েক মিনিট পর সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ওই উড়োজাহাজে বাশার ছিলেন কি না, নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

দামেস্ক বিমানবন্দর ছেড়ে যাওয়া উড়োজাহাজটি বিদ্রোহীরা ভূপাতিত করেছে বলেও খবর সামনে এসেছে। সিরিয়ার দুটি সূত্র জানিয়েছে, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বাশারের নিহত হওয়ার বড় আশঙ্কা রয়েছে। উড়োজাহাজটি রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়া সে ইঙ্গিতই দেয়।

বিবিসির খবরে বলা হয়, বাশারকে পরিবহনকারী উড়োজাহাজটি যে এলাকার দিকে গেছে বলে খবর বের হয়েছে, সেই এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বাশারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠকে বাশার প্রেসিডেন্ট পদ ছেড়ে দিয়ে দেশত্যাগে সম্মত হন। তবে তিনি কোন দেশে গেছেন বা কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে কিছু জানায়নি মস্কো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.