খাগড়াছড়িতে গৃহবধূ হত্যা, সন্দেহভাজন যুবক আটক

0
14
খাগড়াছড়ির অর্পনা চৌধুরি পাড়ায় গৃহবধূ চুমকি রানি দাশ হত্যা

খাগড়াছড়ির অর্পনা চৌধুরি পাড়ায় গৃহবধূ চুমকি রানি দাশ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মো. রাসেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সদর উপজেলা থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় নিহতের স্বামী তপন কান্তি দাশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার এজোহারে উল্লেখ করা হয়, আটক রাসেলের কাছ থেকে ৯০ হাজার টাকা পেতো নিহতের ছেলে প্রান্ত দাশ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রান্ত দাশ বাসায় এসে দেখে তার মায়ের সাথে আলাপ করছে রাসেল। এরপর তাকে টাকার কথা জিজ্ঞাসা করা হলে রাসেল বলে কিছুদিন পরে দিয়ে দিবে সে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রান্ত দাশ আবার বাসায় এসে দেখে তার মা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে।

এজহারে আরও উল্লেখ করা হয়, তাৎক্ষণিক তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুমকি রানি দাশের গলায়, কানে ও হাতে থাকা স্বর্ণের গয়না ছিল না। তার কপালে কাটা দাগ ও মাথার পেছনের দিকে ও সারা শরীরে আঘাতের চিহ্ন ছিলো।

পুলিশের ধারণা, চুরি করতে বাধা দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটেছে। তদন্তের পরই মোটিভ জানা যাবে বলে জানায় পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.