সাবেক রেলমন্ত্রী সুজনের ব্যক্তিগত কর্মকর্তা ফেনসিডিলসহ গ্রেপ্তার

0
16
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তা দীপঙ্কর রায় মিঠু
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তাসহ দুজনকে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
 
বুধবার (৪ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে নীলফামারীর ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন—পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী সুজনের ব্যক্তিগত কর্মকর্তা দীপঙ্কর রায় মিঠু (৩৭) এবং নীলফামারীর ডোমার উপজেলার দক্ষিণ কেতকীবাড়ি পাঠানপাড়া এলাকার বাসিন্দা মনছুর আলী (৪০)।
 
ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জানতে পারি ওই এলাকায় মাদক কেনাবেচা চলছে। পরে অভিযানে গিয়ে আমরা ১০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তাদের আদালতে তোলা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.