আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এই টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করবে ৮টি দল। যার মধ্যে ৬টি দল সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। বাকি দুটি দল আসবে বাছাই পর্ব থেকে। আর এই টুর্নামেন্টে সরাসরি অংশ নিতে হলে কঠিন সমীকরণ মেলাতে হবে বাংলাদেশের মেয়েদের।
বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া ৬টি দল আসবে, ২০২২ সাল থেকে শুরু হওয়া আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ থেকে। যেখানে বর্তমানে বাংলাদেশের অবস্থান সপ্তম স্থানে। আর সরাসরি বিশ্বকাপ খেলতে হলে আরও একধাপ উপরে উঠতে হবে জ্যোতি-নাহিদারা।
এই সমীকরণ মেলাতে আগামী বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে টাইগ্রেসরা। যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি ম্যাচে জয় পেতেই হবে বাংলাদেশকে। তাহলেই বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে লাল-সবুজের প্রতিনিধিরা।
সদ্য শেষ হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে ২০২১ সালে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করেছিল টাইগ্রেসরা। বেশ লম্বা এক অপেক্ষার পর এবারে তেমন এক জয়ের স্বাদ পেল তারা।
উল্লেখ্য, উইমেন্স চ্যাম্পিয়নশিপের এই চক্রে প্রতিটি দল চারটি হোম ও চারটি অ্যাওয়ে সিরিজ খেলেছে। বাংলাদেশ নিজেদের ৭ সিরিজ শেষে জয় পেয়েছে ৭ ম্যাচে। হেরেছে ৯ ম্যাচ। ১ ম্যাচ হয়েছে টাই আর ৪ ম্যাচ ছিল পরিত্যক্ত।